বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাজাতীয় দলের দুই নারী ফুটবলারের চিকিৎসার দায়িত্ব নিলেন রংপুর জেলা পুলিশ সুপার

জাতীয় দলের দুই নারী ফুটবলারের চিকিৎসার দায়িত্ব নিলেন রংপুর জেলা পুলিশ সুপার

জয়নাল আবেদীন: রংপুরের দুই নারী ফুটবলারের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ক্রীড়াবান্ধব জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। জাতীয় দলের এই কৃতি ফুটবলারের হাটুর লিগামেন্ট অপারেশন করার সমস্ত খরচ তিনি বহন করছেন। রংপুরের নিভৃত পল্লী সদ্যপুষ্করিনী ইউনিয়নের পালিচড়া নয়াপুকুর গ্রামের নারী ফুটবলার নাছরিন আক্তার ও রুমি আক্তার হাটুর ইন্জুরিতে ভুগছিলেন।অর্থাভাবে জাতীয় দলের এই দুই খেলোয়াড় অপারেশন করাতে পারছিলেননা । এই সংবাদ পেয়ে পুলিশ সুপার এগিয়ে আসেন তাদের সহায়তা করার জন্য ।অবশেষে বুধবার দুপুরে ঢাকার শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইষ্ট হাসপাতালে হাটুর লিগামেন্ট ছেড়া দুজনের অপারেশন সম্পন্ন হয়েছে । এই বিষয়টি নিশ্চিত করেছেন তাদের ফুটবল প্রশিক্ষক মিলন খান। সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের এই দুই নারী ফুটবলারের মধ্যে নাছরিন আক্তার ২০১৮ সালে সাফ অনুঃ ১৫ তে ভুটানে যাওয়ার কথা ছিলো কিন্তু ইঞ্জুরির কারনে যাওয়া হয়নি তার। জে এফ কাপে সেরা খেলোয়াড়রের খ্যাতি অর্জনও করেছিলেন তিনি।অন্যদিকে রুমি আক্তার বাংলাদেশ অনু: ১৫ জাতীয় দলে খেলেছেন এবং নিয়মিত খেলোয়াড় তিনি ।সাফ অনু:১৫, উইমেন্স চ্যাম্পিয়নশীপ ২০১৭ ও ২০১৮ তে খেলেছিলেন তিনি। জানা গেছে কিছু দিন আগে সদ্যপুষ্করিনীর নয়াপুকুর মাঠে নারী ফুটবলারদের খেলা দেখতে আসেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।এসময় তিনি দু’জন ফুটবলার এর ইঞ্জুরির বিষয়টি জানতে পেরে চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন।তারই দিক-নির্দেশনা ও সহোযোগীতায় বুধবার ঢাকায় নারী ফুটবলার নাসরিন ও রুমি হাটুর লিগামেন্ট অপারেশন করা হয়।এদিকে প্রত্যন্ত অঞ্চলের এই নারী ফুটবলাদের পাশে থাকায় পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব আরিফের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুই ফুটবলারের অভিভাবকগণ ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments