বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাশার্শায় পৃথক অভিযানে ৪২০ বোতল ফেনসিডিলসহ আটক ১

শার্শায় পৃথক অভিযানে ৪২০ বোতল ফেনসিডিলসহ আটক ১

শহিদুল ইসলাম: যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ৪২০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আমান হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।

শুক্রবার (২৮ আগষ্ট) দুপুরে তাকে আটক করা হয়।

আটক আমান বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আমির আলীর ছেলে।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সাদিপুর মাঠ পাড়া থেকে অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করে।

আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

অপরদিকে, শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মুহাম্মদ এজাজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার ভোর রাতে শার্শা থানাধীন শালকোনা গ্রামস্থ জাফরের পুকুর পাড় হতে ১০০ গজ দক্ষিনে মাঠে পানির মধ্যে থেকে ৩৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments