শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসিংগাইরে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

সিংগাইরে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে সাপের কামড়ে তরিকুল ইসলাম সোহান (১৭) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। সোহান দাশেরহাটি মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সোহানের বাড়ি সিংগাইর সদর ইউনিয়নের জৈল্যা এলাকার আরসেদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, দাশেরহাটি মাদ্রাসার পার্শ্ববতী মিন্টু পোদ্দারের বাড়িতে লজিং থাকতো। সোহান রাত ৮ টার দিকে ওই বাড়িতে ভাত আনতে মাদ্রাসা থেকে বের হয়। পথিমধ্যে আবদুল মান্নানের বাড়ির পিছনের রাস্তা থেকে তাকে বিষাক্ত সাপে ছোবল দেয়। এ ঘটনা শুনে মাদ্রাসার শিক্ষক মাওলানা মতিউর রহমান এ ঘটনা তার বাড়িতে জানান। এরপর প্রাথমিক ভাবে জাইল্যা মাঝিপাড়া ওঝার কাছে নিয়ে ঝাড়ফুক করা হয়। পরে মাদ্রাসা থেকে তার পিতা রাত ১১টার দিকে সোহানকে নিয়ে যায়। এরপর পর সোহানের অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে টিকা না থাকায় পরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে সোহান মারা যায়। আজ মঙ্গলবার দুপুরে গোবিন্দল সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সোহানের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ছেলেকে হারিয়ে পিতা মাতা বাকরুদ্ধ হয়ে পড়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments