শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁও থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

সোনারগাঁও থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

গিয়াস কামাল: মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ- এ শ্লোগানকে সামনে রেখে চলমান তৃতীয় ধাপের করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যালি এবং মাস্ক বিতরণ ও মানুষকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণ ও জন সচেতনতামূলক প্রচারণা চালায় সোনারগাঁও থানা পুলিশ। গতকাল রবিবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সারাদেশের ন্যায় সোনারগাঁও থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরন কার্যক্রম চালু করা হয়। এ কার্যক্রমে তারা থানা চত্বর গেট থেকে মোগরাপাড়া চৌরাস্তা বাসস্টপেজ এলাকায় পথচারীদের মাঝে এ প্রচারণা চালান। এসময় প্রায় তিন হাজার পথচারীদের মাঝে মাস্ক বিতরন করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানায়, কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই নিরলসভাবে কাজ করছেন পুলিশ সদস্যরা। সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা। করোনার তৃতীয় ঢেউয়ের প্রকোপ মোকাবিলায় সোনারগাঁও থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছি । এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ ও করোনার তৃতীয় ঢেউ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্ধসঢ়;বান করে যাচ্ছি পাশাপাশি মাস্ক বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে। মাস্ক পরিধান সচেতনতামূলক ক্যাম্পেইন ২০২১ এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, ওসি (অপারেশন) সাইদুজ্জামান, সেকেন্ড অফিসার এস আই ইয়াউর, এস আই রাকিব, পুলিশের অন্যান্য সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তীবর্গ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments