শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাহাওরে ধান কাটতে কৃষি শ্রমিকের বহর

হাওরে ধান কাটতে কৃষি শ্রমিকের বহর

আব্দুল লতিফ তালুকদার: ইরি-বোরো মৌসুমে ধান কাটতে প্রায় শতাধিক নৌকার বহর নিয়ে হাওর অঞ্চল সিলেট, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হলো কৃষি শ্রমিকের দল। প্রতি নৌকায় ২৫-৩০ জন করে যাবে এ বহরে। সেখানে পৌছতে সময় লাগবে তিন দিন। এক মাসের জন্য এ বহর যাচ্ছে সুনামগঞ্জ, সিলেট ও কিশোরগঞ্জে। ইরি-বোরো মৌসুমে হাওর অঞ্চলে দেশে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রার প্রায় ত্রিশ ভাগ যোগান দিয়ে থাকে। হাওরে কৃষি শ্রমিক সংকটের কারনে এ মৌসুমে সারাদেশ থেকে ধান কাটতে যায় এসব শ্রমিক। বিঘা প্রতি তারা তিন বস্তা করে ধান নিয়ে থাকে। টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার পূর্বপাড় থেকে বৃহস্পতিবার সকালে এ বহরে নেতৃত্ব দেন সুরুজ, আবু বক্কর ও দুলাল ব্যাপারি। এদের মধ্যে মো. শফিকুল ও মোগল ব্যাপারি প্রায় ২০-২৫ বছর ধরে এই শ্রমের সাথে জড়িত। এদের মধ্যে কিছু শ্রমিকের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নদী বেষ্টিত অঞ্চলে এবং ভূঞাপুরের চরাঞ্চলের শ্রমিকদের নিয়ে এবহর। ছই দিয়ে ঘেরা বিশাল বিশাল নৌকাগুলেতে ধান নিয়ে আসে বোঝাই করে। এ সময় এক মাসে প্রতি জন প্রায় ২০-২২ মণ ধান পেয়ে থাকে। ইরি-বোরো মৌসুমে ধান কাটতে যান এসব ধান কাটা কৃষি শ্রমিকেরা। নিজেরাই রান্না করে খায় তারা। রান্নার জন্য নিয়ে যায় সকল সরঞ্জামাদি। স্ত্রী সন্তান রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অবিরামভাবে কাজ করে যাচ্ছে এসব কৃষি শ্রমিকেরা। গেল বছর করোনার কারনে সিলেটে কৃষি শ্রমিক না পাওয়ায় লক্ষ্যমাত্রায় ধান সংগ্রহ করতে পারেনি কৃষি মন্ত্রণালয়। পরে কৃষি মন্ত্রাণালয়ের বিশেষ ব্যস্থাপনায় সারাদেশ থেকে কৃষি শ্রমিক সংগ্রহ করে ধান কাটতে পাঠায় হাওরে। কৃষি শ্রমিক মোগল ব্যাপারি জানায়, ইরি বোরো মৌসুমে আমরা এখান থেকে সিলেটের উদ্দেশ্যে শতশত শ্রমিক ধান কাটতে যাই। এক মাসের জন্য ধান কাটা শেষে বাড়ি ফিরে আবার নিজেদের জমিতে কৃষি কাজে লেগে যাই। এতে আমাদের বেশ লাভ হয় এবং ভালও লাগে। আমরা প্রায় বিশ পচিশ বছর ধরে এ কাজ করে আসছি। ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল আল মামুন বলেন, ভূঞাপুরে কৃষি শ্রমিকরা এই সময়ে হাওয়া অঞ্চলে ধান কেটে যেমন কৃষি ক্ষেত্রে ভুমিকা রাখছে, তেমনি বন্যার সময়ে তাদের সংগৃহীত ধান খাদ্য যোগানে সহায়তা দেবে। আমাদের কৃষি অফিস থেকে সবসময় কৃষকদদের জন্য সহায়তা অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments