মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলারংপুরে চলমান লকডাউন ও সড়ক পরিবহন আইন অমান্য করায় প্রায় ত্রিশ লাখ...

রংপুরে চলমান লকডাউন ও সড়ক পরিবহন আইন অমান্য করায় প্রায় ত্রিশ লাখ টাকা জরিমানা আদায়

জয়নাল আবেদীন: রংপুরে চলমান লকডাউন ও সড়ক পরিবহন আইন অমান্য করে যানবাহন চলাচল করায় মে মাসেই প্রায় ত্রিশ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এসব জরিমানা আদায় করা হয়। রংপুর মেট্টোপলিটন ট্রাফিক পুলিশ ও মেট্টোপলিটন থানার সহযোগিতায় এসব চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। মেট্টোপলিটন ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সরকার ঘোষিত লকডাউনে এবং আসন্ন ঈদকে সামনে রেখে অনেকেই আইন অমান্য করে মোটরসাইকেল, মাইক্রোবাস, মিনিবাস, পিকাপ, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। এসব যানবাহন লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্রের ত্রুটি থাকায় সড়ক পরিবহন আইন মোতাবেক মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়। রংপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদের নির্দেশে মেট্টোপলিটনের ছয়টি থানার সহযোগিতায় মেট্টোপলিটন ট্রাফিক পুলিশ নগরীর বিভিন্ন পয়েন্টে ১৬ টি চেকপোস্ট বসিয়ে গত পাঁচ দিনে প্রায় ৮শ টি মামলা দায়ের করেন। এছাড়াও আটক করা হয়েছে ৬৫ টি যানবাহন। এসব মামলায় জরিমানা করা হয়েছে প্রায় ত্রিশ লাখ টাকা। লকডাউনে আইন অমান্য করে অনেকেই বিভিন্ন সরকারী দপ্তরের স্টিকার লাগিয়ে, এম্বুলেন্স এ করে যাত্রী পরিবহন করছেন। পুলিশের চোখ ফাঁকি দিতেই তারা এমনটি করছেন। এছাড়াও নিয়মনীতি অমান্য করায় এসব জরিমানা ও মামলা দেওয়া হয়। এ বিষয়ে উপ -পুলিশ কমিশনার ট্রাফিক পুলিশ মোঃ মেনহাজুল আলম বলেন, লকডাউন ও সড়ক পরিবহন আইন অমান্য করে যানবাহন চলাচল করায় এসব জরিমানা করা হয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে এবং চলমান লকডাউনে যাতে কেউ নিয়ম অমান্য করতে না পারে সে জন্য ট্রাফিক পুলিশ সজাগ রয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments