শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাপাঁচবিবিতে জীর্ণ কুঠিড়ে প্রতিবন্ধী রুপালির বসবাস, একটি বাড়ির জন্য আকুল আবেদন

পাঁচবিবিতে জীর্ণ কুঠিড়ে প্রতিবন্ধী রুপালির বসবাস, একটি বাড়ির জন্য আকুল আবেদন

প্রদীপ অধিকারী: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর পশ্চিম মানিক গ্রামের প্রতিবন্ধী রুপালি বেগম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকটে ১টি বাড়ির জন্য আকুল আবেদন জানিয়েছেন। পাশাপাশি পাঁচবিবি উপজেলার জনবান্ধব নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের নিকটে আশু হস্তক্ষেপ কামনা করেছেন। রুপালি বেগম প্রতিবেদককে জানান আমার ১ ছেলে কে নিয়ে মানুষের বাড়িতে কাজ করে কোন রকমে জীবন যাপন করছি। আমার দুই শতক জমির উপরে বেড়া এবং টিনের ছাউনি দিয়ে ঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছি। সামান্য ঝড় বৃষ্টিতেই ঘরের মধ্যে পানি জমে যায় ফলে ঘরের মধ্যে থাকতে পারিনা। এবং আর্থিক সমস্যা থাকার কারণে আমার পক্ষে ঘর নির্মাণ করা অসম্ভব হয়ে পড়েছে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী ও পাঁচবিবি উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকটে সবিনয়ের সঙ্গে আকুতি জানাই যেহেতু “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণের কাজ দেশব্যাপী পরিচালনা করছেন সেই লক্ষে আমি একজন কর্মহীন প্রতিবন্ধী হিসেবে সরকারি ভাবে ১টি বাড়ি পাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের নিকট আশু দৃষ্টি কামনা করছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments