শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাসিংগাইরে চোরের রডের আঘাতে গৃহকর্তা খুন, আটক ৩

সিংগাইরে চোরের রডের আঘাতে গৃহকর্তা খুন, আটক ৩

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে চোরের হাতে মো. তারামিয়া(৪০) নামের এক গৃহকর্তা খুন হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় ৩ জনকে আটক করেছে থানাপুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার বায়রা ইউনিয়নের গারাদিয়া এলাকায়।
নিহতের বাড়ী মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ এলাকায় মো. তারামিয়া(৪০)।
সে ওই এলাকার মৃত নোমাজ আলীর ছেলে।
জানাগেছে, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ গ্রামের মৃত. নোমাজ আলীর ছেলে আব্দুল মালেকের বাড়িতে চোর ঢুকে। এসময় মালেক সজাগ থাকায় টের পেয়ে ধাওয়া করেন। ২ জন চোর দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাদের চোর চোর বলে পিছু নেয় মালেকের ছোট ভাই তারামিয়া। একপর্যায় সিংগাইর উপজেলা বায়রা ইউনিয়নের গারাদিয়া এলাকায় পৌছলে চোরদের হাতে থাকা লোহার রড দিয়ে তারামিয়ার মাথায় আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে পরিবারের লোকজন সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় খবর পেয়ে
ওইদিন গত রাতেই সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা সর্ঙ্গীফোর্স নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খুনের সাথে জড়িত ২ জন ও চুরির সাথে জড়িত ১ জনকে আটক করা হয়েছে।

হত্যায় সঙ্গে জড়িতরা হলেন, পূর্ব অরঙ্গবাদ গ্রামের মোকসেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম(২৫), একই গ্রামের রাইজুদ্দিনের ছেলে শরিফ হোসেন(২৫) ও চুরির সাথে জড়িত থাকায় আক্কাছের ছেলে আমজাদকে (৩০) আটক করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সিংগাইর থানায় মামলার প্রস্তুতি চলছে।
সোমবার(৬জুন) সকালে সিংগাইর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর আরো কেউ জড়িত থাকলে অভিযান অব্যাহত থাকবে।আসামীদের আদালতে প্ররন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments