শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে বিজিবি'র অভিযানে ফেনসিডিলসহ মোটরসাইকেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ফেনসিডিলসহ মোটরসাইকেল উদ্ধার

ফেরদৌস সিহানুক শান্ত: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে মাদক ও মোটরসাইকেল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। শনিবার রাত ১১টার দিকে এই অভিযানে ১৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২ লিটার তারি মদ, ১টি ডিসকভার মোটর সাইকেল এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘির নাছির উদ্দিনের ছেলে মোঃ মনিরুল (৩০) ও মিজারুল ইসলামের ছেলে মোঃ শাহীন (২৫) এবং একই এলাকার বালিয়াদিঘী কলোনী পাড়ার মাঈন উদ্দিনের ছেলে মোঃ জসিম (৩৮)। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে রবিবার এক প্রেসনোটে জানান, ৫ জুন আনুমানিক ২৩০০ ঘটিকায় অত্র ব্যাটালিয়ন এর উপ অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএসসহ টহল দল শিয়ালমারা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৭/১৭-এস হতে আনুমানিক ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুগুরপাড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মালিকবিহীন ১৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল এর আনুমানিক সিজার মূল্য-৭০ হাজার টাকা। এব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়াও ৫ জুন আনুমানিক ২৩৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়ন এর উপ অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএসসহ টহল দল শিয়ালমারা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৭/১৭-এস হতে আনুমানিক ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুগুরপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় মোঃ মনিরুল মোঃ শাহীন, এবং মোঃ জসিমকে ১ বোতল (২ লিটার) তারি মদ, ১ টি ডিসকভার মোটর সাইকেল এবং ৫টি মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত মদ, মোটর সাইকেল এবং মোবাইল এর আনুমানিক সিজার মূল্য- ১ লক্ষ ৩৩ হাজার ৫০ টাকা। মদ, মোটর সাইকেল এবং মোবাইলসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments