শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে এক দিনে সর্বোচ্চ ১১০ জনের করোনা শনাক্ত

জয়পুরহাটে এক দিনে সর্বোচ্চ ১১০ জনের করোনা শনাক্ত

এস এম শফিকুল ইসলাম: সীমান্ত ঘেঁষা জয়পুরহাট জেলায় দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যু দুটোই বেড়ে চলেছে। জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় ৪০৯ জনের নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। জেলায় শনাক্তের হার ২৬ দশমিক ৮৯ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ৪০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পিসিআর ল্যাবে ৯৯ নমুনা পরীক্ষায় ৬১ জন ও ৩১০ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ১৯ হাজার ৯৩২ নমুনা পরীক্ষায় ২৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২১ জনের করোনায় মৃত্যু হলো। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৯ জন, কালাই উপজেলায় ৩ জন, পাঁচবিবি উপজেলায় ৬ জন, ক্ষেতলাল উপজেলায় ১ জন ও আক্কেলপুর উপজেলায় ২ জন মারা গেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments