বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাসিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা'র বিদায় সংবর্ধনা

সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা’র বিদায় সংবর্ধনা

আব্দুল লতিফ তালুকদার: লাইভস্টোক এর রাজধানী সিরাজগঞ্জ জেলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আক্তারুজ্জামান ভূঁইয়া’র পরিচালক পদে পদোন্নতি হওয়ায় বিদায় সংবর্ধণা দিয়েছে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল অডিটোরিয়াম হলে এ সংবর্ধণার আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. হারুন অর রশিদ এর সভাপত্তিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. নোয়ার পারভেজ, ভেটেরিনারি অফিসার ডাঃ মো. শাহাবুদ্দিন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ গৌরাংগ কুমার তালুকদার, সমাজসেবক আলহাজ্ব খাইরুজ্জামান ভূঁইয়া, সাংবাদিক মো. হেলাল উদ্দিন, সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, সাংবাদিক অভিজিৎ ঘোষ, শিক্ষক শাহ আলমসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সিরাজগঞ্জে সমস্ত জেলায় গবাদিপশুর উন্নয়নের ক্ষেত্রে যে আমুল পরিবর্তন এসেছে সেটা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আক্তারুজ্জামান ভূঁইয়ার হাত ধরেই। দেশের এক তৃতীয়াংশ দুগ্ধ উৎপাদন করে আসছে সিরাজগঞ্জ জেলা। জেলার দুধের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় দুধ

সরবরাহ করে আসছে। গবাদিপশু রোগ দমনে রয়েছে তাঁর অসাম্য অবদান। তাঁর হাত ধরেই সিরাজগঞ্জের প্রতিটি খামারি এখন দেখছে লাভের মুখ। সৃষ্টি করেছেন নতুন নতুন খামারি। খামারিরা তাঁকে অশ্রুসিক্ত বিদায় দেন। অনুষ্ঠান শেষে ডাঃ আক্তারুজ্জামান ভূঁইয়াকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments