শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলানির্মাণকাজ শেষের আগেই ভেঙে পড়ল কুয়াকাটা গার্ডার ব্রিজ

নির্মাণকাজ শেষের আগেই ভেঙে পড়ল কুয়াকাটা গার্ডার ব্রিজ

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন নগরী কুয়াকাটার পৌরসভার ৮নং ওয়ার্ডের দোভাষীপাড়া খালের উপর নির্মাণাধীন গার্ডার ব্রিজটি ২৭ জুন রবিবার সকাল ৯ টার সময় ভেঙে পড়েছে।

কুয়াকাটা পৌরসভার প্রকৌশলী মিজানুজ্জামান জানান,২৮দিন আগে গাডার ব্রিজের স্লাবটি ঢালাই দেয়া হয়।২৭ জুন রবিবার সকালে ঠিকাদারের লোকজন সেন্টারিং খোলার কিছু সময় পরই গাডার ব্রিজটি ভেঙে পড়ে। ২০১৯-২০২০ অর্থবছরে ২০ মিটার দীর্ঘ গাডার ব্রিজটির টেন্ডার দেয়া হয়। ঠিকদারি প্রতিষ্ঠান দ্বীপ এন্টার প্রাইজ কাজটি পায় কিন্তু কাজটি খান ট্রেডাস কাছে বিক্রি করে দেয়। তারাই মূলত কাজটি করতে ছিল। দুই কোটি ২৬ লাখ ব্যয় বরাদ্দ ছিল গাডার ব্রিজটি নির্মাণে। ২০২১ সালের জুন মাসে গাডার ব্রিজটির কাজ শেষ হওয়ার কথা ছিল।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মান সমগ্রী দিয়ে কাজ করায় এঘটনা ঘটেছে।২৭ জুন রোববার সকল ৯ টার সময় আমরা গার্ডার ব্রিজটির এলাকায় বিকট শব্দ শুনতে পেয়ে গ্রামের সকলে দৌরে গিয়ে দেখি পুরো গার্ডার ব্রিজটি ভেঙে খালে পড়ে আছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে তারা জানায়। স্থানীয় মো. আলাউদ্দিন জানান, গার্ডার ব্রিজটির মধ্যভাগে কোনও পিলার নেই তাই ভেঙে পড়েছে বলে আমাদের ধারণা। নির্মাণ শেষ হওয়ার আগেই গার্ডার ব্রিজটি ভেঙে পড়ায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্তিতি বিরাজ করছে জনমনে প্রশ্ন উঠেছে নির্মান কাজ নিয়ে। স্থানীয় ওমর আল সাদ্দাম মাল জানান, গার্ডার ব্রিজটির নির্মান কাজের শুরু থেকেই ঠিকাদার নিম্নমানের রড, মরা পাথর ও নিম্নমানের সিমেন্ট, বালু, ব্যবহার করেছে বলে গার্ডার ব্রিজটি ধ্বসে পড়েছে। সরকারের উচিত এদের বিচারের আওতায় নিয়ে আসা। সরকারের কোটি কোটি টাকা খরচ করে উন্নয়ন প্রকল্পে এমন অনিয়ম মেনে নেওয়া যায় না। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের কাজের তদারকি ও নজরদারিতে উদাসীনতার কারনে এমনটা ঘটেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান তারা।
কাগজ কলমে ঠিকাদারি প্রতিষ্ঠান দ্বীপ এন্টার প্রাইজের নাম থাকলেও খান ট্রেডার্সে নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে কাজটি বিক্রি করে দেয় দ্বীপ এন্টার প্রাইজ। খান ট্রেডার্সের পরিচালক আল মামুন সাথে তার মুঠো ফোনে একাধিক বার ফোন করা হলে তার মুঠো ফোন বন্ধ পাওয়া যায়।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার জানান, নিম্ন মানের নির্মান সামগ্রী দিয়ে কাজ করার ফলে গার্ডার ব্রিজটি নির্মাধীন অবস্থায় ভেঙে পরেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৌর সভার পক্ষে থেকে মামলা করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments