এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় রোববার ১৩ জনের নমুনা পরীক্ষায় ১২ জনই করোনা শণাক্ত হয়েছে। কলাপাড়া স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। লকডাউনের তৃতীয় দিনে শনিবার ১৪ জনের নমুনা পরীক্ষায় সকলের করোনা শণাক্ত হয়েছে।
এর আগের দিন শুক্রবার ৬ জনের নমুনা পরীক্ষায় ৬ জনই করোনা শনাক্ত হয়েছে। ফলে মানুষ শঙ্কিত হয়ে পরেছে। টানা তিন দিনে ৩৩ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শণাক্তে উৎকন্ঠায় রয়েছে সচেতন মহল। এদিকে পরীক্ষা ছাড়া অসংখ্য মানুষ সর্দি জ্বরে আক্রান্ত হয়ে ঘরে বসে গ্রাম্য ডাক্তারের চিকিৎসা নিচ্ছে। এদের অনেকের মধ্যে করোনার উপসর্গ থাকলেও করোনা শনাক্তের ভয়ে হাসপাতালে আসছে না। এ নিয়ে সচেতন মহলের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউনের প্রথম দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর টহল অভিযানও অব্যাহত রয়েছে। লকডাউনের চতুর্থ দিনেও বিধিনিষেধ না মানায় ১৮জনকে ৩৪ হাজার ৮শত টাকা অর্থদন্ড করেছে কলাপাড়া ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল বলেন, করোনা ভাইরাসের মধ্যে নিয়ম ভঙ্গ করায় ও দোকান খোলার অপরাধে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইনে ১৮ জনকে ৩৪ হাজার ৮ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।