বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে বৃদ্ধকে পেটানোর মামলা: যুবলীগ নেতা কারাগারে, অন্যজন গ্রেপ্তার

রায়পুরে বৃদ্ধকে পেটানোর মামলা: যুবলীগ নেতা কারাগারে, অন্যজন গ্রেপ্তার

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে পাওনা টাকা চাওয়া নিয়ে হামলায় বৃদ্ধ আহতের মামলায় যুবলীগ নেতা রুবেল শেখকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার দুপুরে (২৭ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (রায়পুর) আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। মামলার বাদি পক্ষের আইনজীবী মনোয়ার হোসেন জাবেদ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। অপরদিকে এদিন সন্ধ্যায় এ মামলার তৃতীয় আসামি রহিম আখনকে আদালতের নির্দেশে গ্রেপ্তার করেন রায়পুর থানার সহকারী পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম। তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে মামলার প্রধান আসামি জহির আখন এখনো গ্রেপ্তার হননি। রুবেল শেখ ওই ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী এবং ইউপি সদস্য ফারুক শেখের পুত্র। পাওনা টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। দোকানী বৃদ্ধ রশিদ আখনকে একই এলাকার জহির হোসেন, রুবেল শেখ ও রহিম আখনসহ ৫/৬ জন মিলে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় আদালতে মামলা হলে ৩ জনের নামেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। উল্লেখ্য, শনিবার যুগান্তর ও আজকের বাংলাদেশ অনলাইন পত্রিকায় ‘রায়পুরে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধ কৃষককে পিটিয়ে জখম’ শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments