বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাআগামী জুনের মধ্যে মীরগঞ্জে আড়িয়ালখাঁ নদীতে সেতু নির্মাণের কাজ শুরু হবে: এমপি...

আগামী জুনের মধ্যে মীরগঞ্জে আড়িয়ালখাঁ নদীতে সেতু নির্মাণের কাজ শুরু হবে: এমপি টিপু

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু বলেছেন, ২০২২ সালের জুনের মধ্যে মীরগঞ্জে আড়িয়ালখাঁ নদীতে সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।

তিনি গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় মীরগঞ্জ ফেরিঘাটের পূর্বপাড়ে এক সমাবেশে এই ঘোষণা দেন। এমপি টিপু বলেন, বরিশাল উত্তরের চার উপজেলার মানুষের ভোগান্তি নিরসনে মীরগঞ্জে সেতু প্রয়োজন। বিষয়টি কয়েক বার জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। ইতোমধ্যে মীরগঞ্জে সেতুর স্থান নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. আবু বকর ছিদ্দিক সেতুর স্থান পরিদর্শণ করেছেন। তিনি দ্রুত প্রতিবেদন দেবেন। ফলে আগামী জুনের মধ্যেই কাজ শুরু হতে পারে। এসময় উপস্থিত ছিলেন হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের এমপি পংকজ নাথ, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, হিজলা উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ হোসাইনী, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা আক্তার উজ্জামান মিলন, মুলাদী উপজেলা জাতীয় পার্টি সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক কাউন্সিলর আরিফ হোসেন সরদার, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক মুকিতুর রহমান কিসলু, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাবুল, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। এসময় হিজলা, মুলাদী, মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ ইউনিটি ফোরাম মীরগঞ্জে সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments