শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে বর্নাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

বাউফলে বর্নাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

অতুল পাল: বাউফলে কেক কাটা, বর্নাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার বেলা সারে ১০ টার দিকে দলীয় কার্যালয় জনতা ভবনে উপজেলার ১৫টি ইউনিয়ন এবং পৌরসভা থেকে বর্ণিল মিছিল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হন। এরপর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং যুবলীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকির কেক কাটেন বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শো. শাহজাহান সিরাজ ও সাধারন সম্পাদক এসএম ফয়সাল আহমেদ মনির মোল্লা।

কেক কাটার পর কয়েক হাজার নেতাকর্মীদের অংশ গ্রহণে বর্নাঢ্য একটি র‌্যালি বাউফল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় দলীয় কার্যালয়ে এসে যুবলীগের সভাপতির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খাঁন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা। আলোচনা সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি সামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সূর্য্যমণি ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাচ্চু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খাঁন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এনায়েত খাঁন ছানা। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌর যুব লীগের সভাপতি মামুন খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম সিকদার, সাবেক ছাত্রলীগ সভাপতি মো.মাহমুদ হাসান রুবেল, সাবেক সাধারন সম্পাদক সামসুল কবির নিশাত এবং উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভা যুব লীগের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments