মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলারংপুরে বিজয় দিবস এবং মহীয়সী বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

রংপুরে বিজয় দিবস এবং মহীয়সী বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

জয়নাল আবেদীন: রংপুরে বিজয় দিবস এবং মহীয়সী বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।দুটি সভারই সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আসিব আহসান।

সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিজয় দিবসের প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী জাতীয়ভাবে কর্মসূচি পালনের চিত্র তুলে ধরেন৤ এর পাশাপাশি রংপুরে বেশ কটি কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয় । যার মধ্যে রয়েছে ডায়াবেটিক সমিতির আয়োজনে বিনা পয়সায় ডায়াবেটিস পরীক্ষা, প্রীতি ফুটবল ম্যাচ,সুবিধা বঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, জেলখানা শিশুসদন এতিমখানা এবং হাসপাতালগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন ।সভায় রংপুর জেলা পরিষদ প্রধান নির্বার্হী কর্মকর্তা নাজমুল হুদা, জেলার অতিরিক্তপুলিশ সুপার মধুসুদন রায়, মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন,মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম তালুকদার,এডভোকেট দিলশাদ ইসলাম মুকুল, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক মনোয়ারা বেগম, মহিলা আওয়ামীলীগের সভাপতি লতিফা শওকত সাধারন সম্পাদক এডভোকেট চৈতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন ।এদিকে বেলা ১টায় মহীয়সী বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের পায়রাবন্দে আগামি ৯ এবং ১০ডিসেম্বর ২দিন ব্যাপি রোকেয়া দিবস পালনের নানা কর্মসূচি গ্রহন করা হয়।এর মধ্যে ৯ডিসেম্বর রোকেয়া দিবসে সকাল ১১টায় রোকেয়া স্মৃতিস্তম্ভে পূস্পমাল্য অর্পন,বাদ যোহর স্থানীয় মসজিদে দোয়া মাহফিল এবং ২ দিন ব্যাপি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হবে।এছাড়াও বিতর্ক প্রতিযোগিতা আলোচনা সভা পুরস্কার বিতরন সহ এ অঞ্চলে ভালো কাজের স্বীকৃতি হিসাবে ৩জন মহিলাকে রোকেয়া পদক প্রদান করার কথা রয়েছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments