শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে ১৩ ইউপি নির্বাচন সম্পন্ন, ২ পুলিশ আহত

সুন্দরগঞ্জে ১৩ ইউপি নির্বাচন সম্পন্ন, ২ পুলিশ আহত

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫টির মধ্যে ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল থেকে বিরতিহীনভাবে এসব ইউনিয়ন পরিষদের (ইউপি’র) নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ করা হয়। দিনব্যাপী ভোট গ্রহণ শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকান্দার আলী গভীর রাত পর্যন্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

তৃতীয় ধাপের ঘোষিত তফশীল অনুযায়ী রবিবার (২৮ নভেম্বর) এ ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ীদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত ২, বিদ্রোহী ৩ ও অন্যান্যরা সকলেই স্বতন্ত্র। নব-নির্বাচিত চেয়ারম্যান ও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন- বামনডাঙ্গা ইউনিয়নে আব্দুল জব্বার (স্বতন্ত্র) পেয়েছেন ৬ হাজার ৫’শ ৪৯ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের সমেশ উদ্দিন বাবু পেয়েছেন ৫ হাজার ৮’শ ১০ ভোট। সোনারায় আওয়ামীলীগের বিদ্রোহী সৈয়দ বদিরুল আহসান পেয়েছেন ৭ হাজার ৭৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা মনোনীত আনছার আলী সরদার পেয়েছে ৪ হাজার ৭’শ ২৭ ভোট, তারাপুর ইউনিয়নে আমিনুল ইসলাম (স্বতন্ত্র) পেয়েছেন ৮ হাজার ৬’শ ৩১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সামাদ (আওয়ামীলীগ) পেয়েছেন ৩ হাজার ৫’শ ২৩, বেলকা ইউনিয়নে ইব্রাহিম খলিলুল্লাহ (স্বতন্ত্র) পেয়েছেন ৫ হাজার ৩’শ ৮১, তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী জহুরুল হক সরদার (আওয়ামীলীগ বিদ্রোহী) ৪ হাজার ৮’শ ৭৮, দহবন্দ ইউনিয়নে রেজাউল আলম সরকার (আওয়ামীলীগ) ৫ হাজার ৬’শ ৯৭, তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী আমিনুল ইসলাম সাজু (জাপা) পেয়েছেন ৪ হাজার ৬’শ ৫, সর্বানন্দ ইউনিয়নে জহুরুল ইসলাম (স্বতন্ত্র) পেয়েছেন ৪ হাজার ৬’শ ৩২, তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী মাহাবুর রহমান (স্বতন্ত্র) পেয়েছেন ২ হাজার ৮’শ ৯১, রামজীবন ইউনিয়নে শামসুল হুদা সরকার (আওয়ামীলীগ বিদ্রোহী) পেয়েছেন ৫ হাজার ১’শ ৫৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী মোজাফফর হোসেন পেয়েছেন ৩ হাজার ৫’শ ১২ ভোট, ধোপাডাঙ্গা ইউনিয়নে মোখলেছুর রহমান মন্ডল (স্বতন্ত্র) পেয়েছে ৩ হাজার ১’শ ৯৪, তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী আমিনুল ইসলাম (স্বতন্ত্র) পেয়েছেন ২ হাজার ৮’শ ৪২ ভোট, ছাপড়াহাটীতে কনক কুমার গোস্বামী (আওয়ামীলীগ) পেয়েছেন ৫ হাজার ৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী আতাউর রহমান (স্বতন্ত্র) পেয়েছেন ৩ হাজার ৮’শ ৯৮ ভোট, শান্তিরাম ইউনিয়নে এবিএম মিজানুর রহমান (স্বতন্ত্র) পেয়েছেন ৪ হাজার ৬’শ ৬০, তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী এসএম মোমিনুর রহমান (জাপা) পেয়েছেন ৩ হাজার ৭’শ ৯ ভোট, কঞ্চিবাড়ি ইউনিয়নে মনোয়ার আলম সরকার (স্বতন্ত্র) পেয়েছেন ৪ হাজার ৪, তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী আশরাফুল আলম (জাপা) পেয়েছেন ৩ হাজার ২’শ ৫৪, শ্রীপুর ইউনিয়নে আজাহারুল ইসলাম (স্বতন্ত্র) ৭ হাজার ৩’শ ৪৯ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী জাহিদুল ইসলাম (স্বতন্ত্র) পেয়েছেন ৩ হাজার ৩’শ ৭৬ ভোট ও কাপাসিয়া ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী মঞ্জু মিয়া ২ হাজার ৭’শ ৫২ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী জাপা মনোনীত জালাল উদ্দিন সরকার পেয়েছেন ১ হাজার ৬’শ ৫৪ ভোট। ভোট চলাকালে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফরুজা বারী সর্বানন্দ ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন। এসময় মনমোহনী (এইচএম এরশাদ) স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে কথা হলে তিনি আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের বিজয়ের আশাবাদ ব্যক্ত করে বলেন, এখানে (এ আসনে) আওয়ামীলীগের এমপি হলে আজকের এ নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে আরও ভাল ফলাফল অর্জন করা সম্ভব হত। তিনি ভবিষ্যতে এ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেন। এদিকে, নির্বাচন চলাকালে শ্রীপুর ইউনিয়নের বৌলজান ভোটকেন্দ্রে বিক্ষিপ্ত ঘটনার সূত্রপাত ঘটে। এসময় দায়িত্বরাত প্রশাসনের সঙ্গে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শহিদুল ইসলামের লোকজনের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ২ পুলিশ সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এ ভোট কেন্দ্রে পুলিশ ৪ রাউন্ড গুলি ছুঁড়ে। এছাড়া, কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটায় নির্বাচনী ফলাফল ঘোষণা করতে বিলম্ব হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments