মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে ২ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে ২ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

আবুল কালাম আজাদ: ভারতীয় ফেনসিডিল পাচারের দায়ে টাঙ্গাইলে দুলাল (৪০), রিপন (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ (সোমবার) দুপুরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ পারভেজ এ রায় দেন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

আদালত পরিদর্শন তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন,পটুয়াখালি জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ সিকদারের ছেলে দুলাল (৪০) এবং একই উপজেলার দুমকি সাতানি গ্রামের মান্নান হাওলাদারের ছেলে রিপন (২৬)। অতিরিক্ত সরকারি কৌশুলী মনিরুল ইসলাম খান জানান, ২০১৩ সালের ১ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল টাঙ্গাইলের কান্দিলা এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে তল্লাসী করে। এসময় মাইক্রোবাসের আরোহী দণ্ডিত ওই দুই ব্যক্তির কাছ থেকে ৬০০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।এরপর মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক শাহীনুল কবির বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

মামলার নয়জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডিত দুলাল জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন। অপর আসামী রিপনকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments