শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাশ্রীমঙ্গলে সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ জালাল উদ্দিন: মোঃ জালাল উদ্দিন।মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সর্বস্তরের তাওহীদি জনতা উদ্যোগে শুক্রবার ১০ জুন ২০২২ইং, জুমার নামাজের শেষে, ভারতের বিজেপির মুখপাত্র কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে কটুক্তির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন রোডস্থ পেট্রোল পাম্প চত্ত্বরে এসে এক সমাবেশের মাধ্যমে মিছিল সমাপ্ত করা হয়।

শায়খ মাওলানা ফজলুর রহমান মৌলভীচকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উলামা পরিষদ মৌলভীবাজারের সহ-সভাপতি শায়খ মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী।

সমাবেশে বক্তারা ভারতে হযরত মুহাম্মদ (স.) কে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন জিন্দাল বিশ্বনবীকে নিয়ে যে কটাক্ষমূলক বক্তব্য দিয়েছে তা অত্যন্তমূলক দুঃখজনক। এই ধরণের বক্তব্য সরাসরি ধর্ম অবমাননার শামিল।

অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বক্তারা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

উলামা পরিষদ শ্রীমঙ্গলের সেক্রেটারি মাওলানা সোহাইল আহমদের সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আয়েত আলী, জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের মুঈনে মুহতামিম মুফতী মাওলানা মনির উদ্দীন, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সভাপতি মাওলানা এমএ রহীম নোমানী, শ্রীমঙ্গল উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতীব হাফিজ মাওলানা ফেরদাউস আহমদ মাধবপুরী, দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা শাহিদুর রহমান মক্রমপুরী, শ্রীমঙ্গল রেলওয়ে জামে মসজিদের ইমাম মুফতী মাওলানা হিফজুর রহমান হিলালী, শ্যামলী জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা নুরুল ইসলাম, আল মদিনা জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আবদুর রহমান, বিরাইমপুর জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম আজাদী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসাইন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মতিগঞ্জ মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মুহাম্মদ আব্দুল কাইয়ুম, খাদিজাতুল কুবরা টাইটেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা মোঃ খোরশেদ আলম, নাজাত মডেল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান নোমান, আশিদ্রোন মাদরাসার শিক্ষক মাওলানা কামরুল ইসলাম, সেন্ট্রাল রোডের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল বাছিত প্রমুখ।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও তাঁর পূণ্যাত্মা স্ত্রী আয়েশা (রা:) সম্পর্কে অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নবীন কুমার জিন্দাল। এ নিয়ে বিশ্বের মুসলিমদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments