বাংলাদেশ প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।মৌলভীবাজারের রাজনগর উপজেলায় লিপি রাণী দাস নামে এক নারী একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে দুজন মেয়ে ও দুজন ছেলে শিশু।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি। মা’সহ জন্ম নেয়া এ চার সন্তানই সুস্থ রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

লিপি রানী দাস মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী।

লিপি রানী দাসের স্বজন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, মৌলভীবাজার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী লিপি রানী দাস সন্তান সম্ভবা হলে বিভিন্ন পরীক্ষা দেখা যায় তার গর্ভে চারটি সন্তান রয়েছে। পরে প্রসবের সময়কালে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার ২১ নভেম্বর ২০২২ইং, বিকেলে সেখানে পরপর চার সন্তানের জন্ম দেন লিপি রানী।

লিপি রানীর জা মিতা রানী দাস বলেন, লিপির দীপ্ত নামের ৯ বছরের আরও একটি ছেলে সন্তান রয়েছে। দ্বিতীয় পর্যায়ে তার একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ার বিষয়টি সবাইকে অবাক করেছে। এটা ভাগ্যের ব্যাপার।
লিপি রানীর স্বামী অমিত দাস জানান, একসঙ্গে চার সন্তান হওয়ায় তিনি আনন্দিত। তিনি সন্তানদের জন্য দোয়া চান।মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মোঃ জালাল উদ্দিন।

Previous articleএতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে জন্মদিন উদযাপন করলেন শেফ ফারজানা বাতেন
Next articleপীরগাছায় মৎস্য চাষীদের মাঝে উপকরন বিতরণ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।