শনিবার, মার্চ ৩০, ২০২৪
Homeসারাবাংলাপীরগাছায় মৎস্য চাষীদের মাঝে উপকরন বিতরণ

পীরগাছায় মৎস্য চাষীদের মাঝে উপকরন বিতরণ

ফজলুর রহমান: রংপুরের পীরগাছায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি প্রকল্প-২) এর আওতায় উন্নত প্রযুক্তি প্রদর্শনী বাস্তবায়নের জন্য সিআইজি ভিত্তিক সমিতির মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

গত মঙ্গলবার(২২ নভেম্বর) বিকালে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপজেলার এনএটিপি প্রকল্পের সুফলভোগী সিআইজি সদস্যের মাঝে মৎস্য চাষ উপকরণ বিতরণ করেন। উপজেলার নয়টি ইউনিয়নের ১৮টি গ্রæপের ১৮ জন সুফলভোগীকে ৯০ বস্তা মৎস্য খাদ্য, মাছের পোনা ও সাইনবোর্ড বিতরণ করা হয়।

মৎস্য চাষ উপকরণ বিতরনে উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাছের শাহ মোঃ মাহবুবার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডবিøউ. এম. রায়হান শাহ্ধসঢ়;, রংপুর জেলা মৎস্য অফিসার মোঃ বদরুজ্জামান মানিক, সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি.দা) মুছা নাছের চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান ও উপজেলা পরিষদের সকল দপ্তরের দপ্তর প্রধানগন। উপকরণ বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ হাকিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সকল সিআইজি সদস্য ও বিভিন্ন দপÍরের সহকারি কর্মকর্তারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments