আবুল কালাম আজাদ: কুড়িগ্রামের উলিপুরে উপজেলার থেতরাই ইউনিয়নে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যেগে তিস্তা মহা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন সফল করার দাবীতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার উপজেলার থেতরাই ইউনিয়নে থেতরাই বিএল উচ্চ বিদ্যালয় মাঠে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ, উলিপুর উপজেলা শাখার উদ্যেগে তিস্তা মহা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন সফল করার দাবীতে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মত বিনিময় সভায় বক্তারা তিস্তা মহা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জোর দাবী জানান। তারা বলেন তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা পাড়ের মানুষের বিভিন্ন ধরনের অর্থনৈতিক উন্নয়নের সূচনা হবে।

উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি-সভাপতি, তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শফিয়ার রহমান-সাধারণ সম্পাদক, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, এস এম শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার, বখতিয়ার হোসেন শিশির, আহসান হাবীব রানা-সভাপতি, বাংলাদেশ আওয়ামিলীগ উলিপুর উপজেলা শাখা, আবু সাঈদ সরকার-ভাইস চেয়ারম্যান উলিপুর উপজেলা, সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখ-সভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ থেতরাই ইউনিয়ন শাখা, উপস্থাপনায় মকবুল হোসেন,আহ্বায়ক মশিউর রহমান-তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ উলিপুর উপজেলা শাখা। সার্বিক ব্যবস্থাপনায় ছগির উদ্দিন-সাংগঠনিক সম্পাদক তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ উলিপুর উপজেলা শাখা।”

Previous articleপীরগাছায় মৎস্য চাষীদের মাঝে উপকরন বিতরণ
Next articleকলাপাড়ায় মাঠ জুড়ে কাঁচা-পাকা সোনালী ধান, কৃষদের চোখে মুখে সোনালী স্বপ্ন পূরণের আশা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।