সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ হেমন্তবাড়ী এলাকায় নদী পুনঃখননের মাটি বিক্রি বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন। জানা গেছে প্রায় আড়াই বছর আগে পাউবো থেকে নদী পুনঃখননের মাটি দু’পাড়ে রাখা হয়েছিলো। এরপর কৃষকেরা সে মাটি তাদের জমিতে ছিটিয়ে দেন।
গত কদিনে নদী পুনঃখননের সে মাটি বিক্রি করা নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনা চলতে থাকে। উপজেলার দুর্গানগর ইউপি চেয়ারম্যান আফসার আলী মাটি বিক্রি করছেন বলে জেনে তার বক্তব্য জানতে চাইলে বলেন তিনি এর সাথে জড়িত নেই।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন জানান নদী পুনঃখননের মাটি বিক্রির বিষয় জেনে তিনি আজ শুক্রবার সকালে সরেজমিনে সেখানে গিয়ে মাটি বিক্রি বন্ধ করে দিয়েছেন ।