আবুল কালাম আজাদ: কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে সামছুল হক (৬৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চৌমহনী বাজার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সামছুল হক কাশিয়াগাড়ী গ্রামের মৃত দানেশ মামুদের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, সামছুল হক অনেক দিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার ভোরের দিকে চৌমহনী বাজার সেডের এঙ্গেলের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে সকালে বাজারের মাছ বিক্রেতা হ্যাদালুসহ আশেপাশের লোকজন তাকে দেখতে পেয়ে নিহত ব্যক্তির পরিবারকে এবং পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করে।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহল আমীন জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Previous articleচুলকিয়ে ঘা অথবা থুতু গেলার গল্প – আকিব শিকদার
Next articleকলাপাড়ায় কৃষকদের মাঝে চাষের উপকরণ বিতরণ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।