বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাবিনামূল্যে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

বিনামূল্যে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

আরিফুর রহমান: ‘মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এই শ্লোগানে কালকিনিতে নববর্ষের প্রথম দিনে বই উৎসবের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকালে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে নতুন বই তুলে দেন সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম।

বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। ১নং কালকিনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসময়ে বই প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা হামিদুল হক, প্রধান শিক্ষক মো: নিজাম উদ্দিন ঢালী, গোলাম কিবরিয়াসহ কালকিনি উপজেলার প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার বৃন্দ ও অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অবিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলায় ১৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক লাখ শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে নতুন বই বিতরণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments