মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলা১৫দিন ব্যাপি রংপুর বিভাগীয় বৃক্ষমেলা শেষ হয়েছে

১৫দিন ব্যাপি রংপুর বিভাগীয় বৃক্ষমেলা শেষ হয়েছে

জয়নাল আবেদীন : “গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে ১৫দিন
ব্যাপি রংপুর বিভাগীয় বৃক্ষমেলা গতকাল শেষ হয়েছে ।

রংপুর কালেক্টরেট মাঠে বৃক্ষ মেলার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান । বিভাগীয় বণ কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সমাপনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো: ফেরদৌস আলী চৌধুরী, রংপুর প্রেসক্লাবের সভাপতি মো: মোনাব্বর হোসেন মনা, নার্সারী মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল
ইসলাম মাসুদ।

সভায় বক্তরা বলেন জুলাই মাস হচ্ছে বৃক্ষ মেলার উপযুক্ত সময় । এবছর নানা কারনে রংপুরে নির্ধারিত সময়ে বৃক্ষ মেলা হতে পারেনি । দেরীতে হলেও অবশেষে গত ৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিন ব্যাপি বৃক্ষ মেলা অনুষ্ঠিত হলো । তবে এই অসময়ে মেলা করতে গিয়ে নার্সারি মালিকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন । তাঁদের বক্তব্যে তারা বলেছেন অন্য বছরের তুলনায় তারা এবছর ব্যবসা করতে পারেন নি । পাশাপাশি মেলারস্থান নির্ধারণ সঠিকভাবে নির্বাচিত করতে না পারায় দর্শনার্থী কিম্বা ক্রেতা সাধারণ মেলায় প্রবেশ করেনি ।ফলে তাদের ব্যবসাও হয়নি । আলোচনা শেষে ৩জন শ্রেষ্ট নার্সারী মালিককে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয় । এছাড়াও সামাজিক বনায়নের অঅওতায় সংযোগ সড়ক বাগানের গাছের বিক্রিত ৩৭জনের হাতে প্রায় ১৪ লাখ টাকার লভ্যাংশের চেক প্রদান করা হয় । প্রত্যেক সদস্য পেয়েছেন ২৬হাজার ৪শ ৯৪ টাকা । মেলায় ১৫দিন ব্যাপি ২৫টি স্টল তাদের বিভিন্ন প্রজাতির চারা প্রদর্শন এবং বিক্রি করেন

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments