বাংলাদেশ প্রতিবেদক: করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৫ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৮৯২ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৩৪ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ৭৪৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৫৫১ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তার ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।