বাংলাদেশ প্রতিবেদক ঃ চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আগামীকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় একটি ফ্লাইটে করে তিনি ঢাকায় ফিরবেন।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য সদস্য শায়রুল কবির খান আজকের বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন।
শায়রুল কবির খান জানান, প্রায় দুই মাস ৯ দিন পর আগামীকাল সন্ধ্যায় মোশাররফ হোসেন ফিরবেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন তিনি।
এর আগে, গত ২৭ জুন উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে সিঙ্গাপুর চিকিৎসা জন্য গিয়েছিলেন খন্দকার মোশাররফ।
গত ২৭ জুন হঠাৎ বুকে ব্যথা উঠলে ড. খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহের বেশি সময় হাসপাতালে ভর্তি থাকার পর বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে বাসায় নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুর নেওয়া হয় । সেখানে তার মাথায় টিউমার ধরা পড়ে ।