বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeরাজনীতিগাজীপুর থেকে মন্ত্রী হচ্ছেন জাহিদ আহসান রাসেল ও সিমিন হোসেন রিমি

গাজীপুর থেকে মন্ত্রী হচ্ছেন জাহিদ আহসান রাসেল ও সিমিন হোসেন রিমি

সদরুল আইন: মন্ত্রীত্বের অমিয় স্বাদ অনুভব করতে যাচ্ছেন বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতিয় চার নেতার অন্যতম কান্ডারী বঙ্গ তাজ তাজউদ্দিন আহমেদের সুযোগ্য তণয়া, গাজীপুর-৪ আসন থেকে বারবার নির্বাচিত সাংসদ সিমিন হোসেন রিমি এবং শহীদ আহসান উল্লাহ মাস্টারের যোগ্য উত্তরসূরী গাজীপুর-২ আসনের বারবার নির্বাচিত সাংসদ জাহিদ আহসান রাসেল।
           জানা গেছে, আগামি সোমবার বিকেল সাড়ে ৩ টায় একাদশ সংসদ নির্বাচিত সাংসদদের মধ্য থেকে যে মন্ত্রীপরিষদ শপথ নিতে যাচ্ছে সেই মন্ত্রীপরিষদে গাজীপুর-২ এবং গাজীপুর -৪ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল ও সিমিন হোসেন রিমি আ’লীগ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
        উল্লেখ্য,  দশম সংসদের মন্ত্রীসভায় গাজীপুর -১ আসনের সাংসদ আ,ক,ম, মোজাম্মেল হককে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী এবং গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকিকে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।
              আ’লীগের বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে এবারের মন্ত্রীপরিষদে জাহিদ আহসান রাসেল ও সিমিন হোসেন রিমিকে মন্ত্রী করতে যাচ্ছেন শেখ হাসিনার সরকার।ফলে দশম সংসদে মন্ত্রীর চেয়ারে থাকা আ,ক,ম, মোজাম্মেল হক এবং মেহের আফরোজ চুমকি এবার বাদ পড়ছেন।
আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments