মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeরাজনীতিহামলার পর ইশরাকের বাসায় ব্রিটিশ হাইকমিশনার

হামলার পর ইশরাকের বাসায় ব্রিটিশ হাইকমিশনার

সদরুল আইন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের বাসায় গেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

আজ রবিবার দুপুর আড়াইটায় ইশরাকের বাসায় এ বৈঠক হয়।

এসময় উপস্থিত ছিলেন আবু জাফর, এজাজ রহমান।

এর আগে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রচারণায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৬ জানুয়ারি) বেলা ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে প্রার্থী ইশরাকসহ বেশ কয়েকজন সাংবাদিক এবং বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন।

এদিন সকাল সাড়ে ১১টায় ইশরাক প্রচারণা শুরু করে গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তার দুপাশ থেকে বেশ কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।

এসময় প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে দুগ্রুপের ইটপাটকেল নিক্ষেপ এবং রড ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ চলে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments