বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজনীতিআতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করলে করোনা মহামারি থেকে বাঁচা সম্ভব: সাদ...

আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করলে করোনা মহামারি থেকে বাঁচা সম্ভব: সাদ এরশাদ

জয়নাল আবেদীন: করোনা ভাইরাসের মতো মহামারি সহ কোন রোগই ধর্ম দেখে আসে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহি সাদ এরশাদ। বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর পায়রা চত্বরে করোনা ভাইরাস রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। রংপুর ৩- আসনের এই সংসদ সদস্য জানান, রোগের কোন ধর্ম নেই। যখন মহামারি শুরু হয়, সেটা সবার জন্য। আমাদের সচেতন ও সতর্ক হতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। সরকারি নির্দেশনা মেনে চলাসহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে চিকিৎসকদের কথা মেনে চলতে হবে। দেশের মানুষ আতঙ্কিত না হয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলে করোনা ভাইরাসের মতো মহামারি থেকে বাঁচা সম্ভব । তিনি বলেন, ধর্ম বর্ণ সব মানুষের জন্য করোনা ভাইরাস শঙ্কার। তাই যার যার ধর্মানুযায়ী আপাতত নিরাপদে থেকে ধর্ম পালন করতে হবে। এসময় তিনি রংপুরের সকল বিনোদন স্পটে লোকসমাগম বন্ধ করা সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুদ না বাড়িয়ে ন্যায্য দামে বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। পরে নগরীর পায়রা চত্বর থেকে শাপলা চত্বর হয়ে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। এসময় তার সঙ্গে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments