রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeরাজনীতিরংপুরে রাতে গ্রেফতার হওয়া সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ৫ দিনের রিমান্ডে

রংপুরে রাতে গ্রেফতার হওয়া সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ৫ দিনের রিমান্ডে

জয়নাল আবেদীন: বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মুন্না হত্যা মামলায় রাতে গ্রেফতার ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক দেবী রানী রায় এ রিমান্ড মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন,রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশিক মাহমুদ।

তিনি জানানএর আগে বৃহস্পতিবার রাতে নগরীর সেন্ট্রাল রোডস্থ পোস্ট অফিস সংলগ্ন এক আত্মীয়র বাসা থেকে সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে হাজির কওে পুলিশ ১৫ দিনের রিমান্ড চায়। অপরদিকে আসামী পক্ষের আইনজীবি ইফফাত আক্তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন।আদালতের বিচারক নুরুজ্জামান আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর সাবেক সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে হাত কড়া না থাকায় গাড়ি আটকে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পওে চাপের মুখে সাবেক মন্ত্রীকে হাতকড়া পরানো হয়। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে জরুরী বিভাগের সামনে দিয়ে পুলিশ ভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক এই মন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ কওে এবং শ্লোগান দিতে থাকে।

উল্লেখ্য,নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় তার বাবা আব্দুল মজিদ বাদী হয়ে নুরুজ্জামান আহমেদ, তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলা দায়ের করেন। এছাড়া লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান। অবশেষে তাকে পুলিশের জালে আটক হতে হলো ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments