বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাফুলবাড়ীতে ঐতিহ্যবাহী পিঠ ফোঁড়া উৎসব অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী পিঠ ফোঁড়া উৎসব অনুষ্ঠিত

অমর চাঁদ গুপ্ত অপু: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর শশ্মান কালী মন্দিরে গত শনিবার (২০এপ্রিল) সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধমীয় উৎসব ঐতিহ্যবাহী পিঠ ফোঁড়া (চড়ক) মেলা অনুষ্ঠিত হয়েছে। মন্দির চত্বরে আয়েজিত পিঠ ফোঁড়া (চড়ক) উৎসব উপলক্ষে মেলায় ধর্ম-বর্ণ নির্বিশেষে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সহ¯্রাধিক বিভিন্ন বয়সী নর-পুরুষের সমাগমে মুখোরিত হয়ে ওঠে। আলাদীপুর শশ্মান কালী মন্দিরের সভাপতি পরিতোষ চন্দ্র রায় ও রক্ষক কান্তি সরকার বলেন, বাংলা বছরের ৬ বৈশাখে উৎসবটির আয়োজন করা হয়। গত ১০বছর থেকে এ উৎসবটি পালন করা হচ্ছে। উৎসবটি হিন্দু সম্প্রদায়ের হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ আসেন পিঠ ফোঁড়া (চড়ক) উৎসব দেখতে। হিন্দু ধর্মাবলম্বীরা এ উৎসবে মানত উৎসর্গ করে, পায়রা উড়িয়ে দেওয়াসহ মিষ্টি (খাজা-বাতসা) বিতরণ করেন। উপজেলার ছোট চন্ডিপুর কালীর হাট গ্রামের মৃত কিশোরী মোহন রায়ের ছেলে চড়কে ঝুলন্তকারি হিরেন চন্দ্র রায় (৫৫) বলেন, উৎসব উপলক্ষে দুদিন উপবাস রেখে পূজোর মাধ্যম পিঠে ফোঁড়ানো হয় লোহার হুক। তিনি প্রায় ৩৫বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পিঠ ফোঁড়া (চড়ক) করে আসছেন। বৈশাখ মাসে বিভিন্ন স্থানে পিঠ ফোঁড়া (চড়ক) উৎসব করলেও বছরের অন্যান্যে সময়ে তিনি ছোট চন্ডিপুর কালীর হাট কালী মন্দির সেবক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কবিরাজি, কৃষিকাজ করে সংসার চালান। ফিঠে এধরনের বর্শি লাগিয়ে ঝুলতে কষ্ট হয়না এমন প্রশ্নের জবাবে প্রতিবেদককে তিনি বলেন, সবই তাঁর (ঈশ্বর) ইচ্ছে। কিভাবে এটা শিখেছেন জানতে চাইলে বলেন, স্বর্গীয় গুরু বৈকুন্ঠ কবিরাজের কাছেই শিখা এই বিদ্যা। সেই থেকেই ঈশ্বরের কৃপায় চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments