বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাচলে গেলো মিম, রেজাল্ট দেখে কাঁদছে সহপাঠীরা

চলে গেলো মিম, রেজাল্ট দেখে কাঁদছে সহপাঠীরা

সদরুল আইন: এসএসসির ফল প্রকাশের পর সারাদেশে বইছে আনন্দ-উচ্ছ্বাস। শিক্ষার্থী ও অভিভাবকরা মিষ্টি খাওয়াচ্ছেন একে-অপরকে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করতেও দেখা গেছে।

কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে সাবরিনা সাকা মিম। সে উপজেলার আকানিয়া গ্রামের ফখরুল মিয়াজীর মেয়ে।

মিম ব্লাড ক্যান্সারে আক্রান্ত অবস্থায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।

গত ১৬ এপ্রিল সকালে মরণব্যাধি ব্লাড ক্যান্সারের চিকিৎসা চলমান অবস্থায় মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে নিকট আত্মীয় স্বজন ছাড়াও তার বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠিরা দারুণভাবে শোকহত হয়। তারা সদলবলে জানাজায় অংশ নিয়ে মিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ পায়। সে জিপিএ ৪.২৮ পেয়ে কৃতকার্য হলেও এ ফলাফল তার আর জানা সম্ভব হয়নি। তার কৃতকার্যের সংবাদে নিকট আত্মীয় স্বজনরাসহ সহপাঠীদের অনেককেই কান্নায় ভেঙ্গে পড়ে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments