বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলা'চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে' মাদকের সাথে কোন আপোষ নাই: টুকু

‘চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ মাদকের সাথে কোন আপোষ নাই: টুকু

আব্দুদ দাইন: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন, “চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্লোগান। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদকের সাথে কোন আপোষ নাই। মাদকসেবী বা মাদক ব্যবসায়ীকে কোন ক্রমেই বরদাস্ত করা হবেনা। মুজিববর্ষে আমরা দেশ থেকে সব ধরনের মাদক নির্মূূল করতে চাই। মুজিববর্ষে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেম ও কারাভোগের ইতিহাস দেশের প্রতিটি পরিবার ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। সরকার গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষে ঢালারচর রেল লাইন উদ্বোধন করায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলমমন্ত্রীকে ধন্যবাদ জানান। গ্রামীণ অবকাঠামো নির্মাণে ঠিকাদার সঠিকভাবে কাজ করছে কিনা সেটা কঠিন ভাবে তদারকি করতে হবে। বৃহস্পতিবার পাবনার সাঁথিয়ায় আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, ভাইসচেয়ারম্যান সোহেল রানা খোকন, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান ও ইউপি চেয়ারম্যানগন.

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments