বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে চরে পশুর খামারে অগ্নিকাণ্ড, ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ভূঞাপুরে চরে পশুর খামারে অগ্নিকাণ্ড, ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রুলিপাড়া গ্রামের ডিগ্রিরচর নামক স্থানে একটি গরুর খামারে (বাতানে) আগুন লেগে ১১ টি গরু, ১৫ টি ছাগল ৩ টি ঘরসহ বিপুল পরিমান বিভিন্ন শস্য আগুনে পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে কৃষক সুরু সরকারের খামারে (বাতান) কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়। এসময় ১১টি গরু ১৫ টি ছাগল ও তিনটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ৩টি গরু গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। দূর্গম এ চরাঞ্চলের সাথে ভূঞাপুর শহরের সাথে যোগাযোগের কোন ব্যবস্থা না থাকায় ভূঞাপুর ফায়ার সার্ভিসের কোন সহযোগিতা করতে না পারায় এই প্রত্যন্ত অঞ্চলে মাঝেমধ্যেই এ ধরনের ক্ষতির মধ্যে পড়তে হয়। এবিষয়ে গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সুরু সরকার বলেন, চরের লোকজন এই সময় কৃষিকাজেরর জন্য গরু-ছাগল পালনসহ বিভিন্ন কাজ সম্পন্ন করে, বর্তমানে ভুট্টা ও খেসারি কলাই তোলার মৌসুম চলছে, এই সময় আমরা কৃষকরা ফসল ঘরে তোলার জন্য ছোট ছোট খামার (বাতান) করে গরু-ছাগল নিয়ে জমিজমা চাষ করে থাকি। আগুনে পুড়ে আমার সর্বনাশ হয়ে গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments