কলাপাড়ায় মাদক বিক্রেতা গ্রেফতার

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলীর বাঁধঘাট এরাকার নিজ বাড়ির সামনে থেকে ১৪ আগস্ট শুক্রবার সকালে গাঁজাসহ মো.কাইউম হাওলাদার (২৮) নামের এক মাদক বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করে। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত কাইউম শাহজাহান হাওলাদারের ছেলে বলে পুলিশ জানিয়েছেন। কলাপা থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, কাইউম দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। শুক্রবার সকালে তাকে গ্রেয়তার করা হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে একটি মামলার প্রস্ততি চলছে। আটককৃতকে আদলতে সোপর্দ করা হবে বলে তিনি জানিয়েছেন।

Previous articleকরোনায় মৃত শিক্ষককে দাফন করল পুলিশ, আসেননি প্রতিবেশীরা
Next articleকরোনায় সৌদি আরবে আরও এক বাংলাদেশির মৃত্যু
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।