বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাত্রাণ বিতরণে অনিয়ম: চৌহালীর ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্ত

ত্রাণ বিতরণে অনিয়ম: চৌহালীর ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্ত

মারুফা মির্জা: ত্রাণ বিতরণে প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্ত করেছে এলজিআরডি মন্ত্রণালয়। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিনের কাছে এ সংক্রান্ত একটি চিঠি রোববার বিকেলে তার দফতরে এসেছে। স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউপি চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, করোনা সংকট মোকাবিলায় সরকারি চাল বিতরণ না করে নিজ দপ্তরে মজুদ করে রাখেন ইউপি চেয়ারম্যান রমজান আলী। এছাড়া তার বিরুদ্ধে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ত্রাণ ও ভিজিডির চাল বিতরণে অনিয়ম এবং নিয়ম বহির্ভূতভাবে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে ভিজিডির চাল বিতরণ সহ দায়িত্ব পালনে অবহেলার নানা অভিযোগ তদন্তে প্রমাণিত হয়। এ কারণে স্থানীয় এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখা থেকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments