ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জুয়া খেলার দায়ে ৬ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব সদস্যরা। গতকাল শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার দাইপকুরিয়া ইউনিয়নের কামালপুর মুসারপাড়া গ্রামের মৃত শমসের আলী মন্ডল ছেলে মোঃ শিশ মাহমুদ(৩৫), একই এলাকার মোঃ জালালের ছেলে মোঃ মাহিদুর রহমান(৩২), মোঃ ফয়েজ আলীর ছেলে মোঃ বাছির(১৮), মোঃ রবিউলের ছেলে মোঃ আলম খান(২৩), মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ চুটু জামান(৩৫) ও মোঃ শিশ মাহমুদের ছেলে মোঃ সুমন আলী(১৮)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে র‌্যাব সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের জনৈক মোঃ দুলু ইসলামের একটি টিনসেটের ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৬ জুয়াড়িকে আটক করে। এ সময় জুয়া খেলার উপকরণসহ নগদ ৬ হাজার ৭’শ ৭০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Previous articleচাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীদের জন্য রেড ক্রিসেন্টের ফ্রি এ্যাম্বুলেন্স সেবা চালু
Next articleশিবগঞ্জে আম কুড়াতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।