শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাঅনুপ্রবেশের দায়ে ৫৮ মাস কারাভোগ শেষে দেশে ফিরেগেলেন ভারতীয় নাগরিক

অনুপ্রবেশের দায়ে ৫৮ মাস কারাভোগ শেষে দেশে ফিরেগেলেন ভারতীয় নাগরিক

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৪ বছর ১০ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন ভারতীয় এক নাগরিক। তিনি পশ্চিমবঙ্গের বিহার জেলার মোযাফফরপুর থানার রাজবাড়ি মিথিয়া গ্রামের পাঁচু পাসমানের ছেলে রাম সুন্দর পাসমান (৪৬)।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসফ’র কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে সোনামসজিদ স্থলবন্দর ইমেগ্রেশন পুলিশের ইনচার্জ জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করেন।

উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল জানান, প্রায় ৫ বছর আগে পদ্মায় মাছ ধরতে গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে সুন্দর পাসমান৷ ২০১৬ সালের নভেম্বর মাসের ১০ তারিখে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে অনুপ্রবেশের দায়ে আদালত তাকে কারাদন্ডের আদেশ দেন।

ভারতীয় নাগরিক সুন্দর পাসমান ৪ বছর ১০ মাস কারাভোগ করেন রাজশাহী কারাগারে। কারাভোগ শেষে পেট্রাপোল সমন্বিত চেক পোস্টের (আইপিসিপি) মাধ্যম দিয়ে বিএসএফের কাছে তাকে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সুন্দর পাসমানকে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, ৫৯ বিজিবি ব্যাটলিয়নের নায়েক সুবেদার জাহাঙ্গীর আলম, ভারতের মহদীপুর ৭০ বিএসএফ ব্যাটলিয়নের কোম্পানি কমান্ডার এসি শ্রীজিৎ কেপি, সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই জাফর ইকবাল, ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা এসআই দেবাশীষ মণ্ডলসহ দুই দেশের স্থলবন্দর কর্মকর্তারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments