মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী...

জয়পুরহাটে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ

শফিকুল ইসলাম: চতুর্থ ধাপে জয়পুরহাট সদও উপজেলার ৯ টি ইউপিতে আগামীকাল রবিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে স্ব স্ব উপজেলা নির্বাচন অফিস। নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রে কেন্দ্রে চলছে নির্বাচনী সামগ্রী বিতরণ।

জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউপি’র মধ্যে জামালপুর ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিআওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচন অফিস সুত্র জানায়,৯ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ৪৯৭ জন। যার মধ্যে ৯০ হাজার ৮২৯ জন পুরুষ এবং ৮৮ হাজার ৬৬৮ জন নারী ভোটার। মোট ভোট কেন্দ্র ৬৩টি। নির্বাচনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন। সংরক্ষিত সদস্য পদে ১৩৩ জন নারী এবং সাধারণ সদস্য পদে লড়ছেন ৩৫১৬ জন পুরুষ প্রার্থী। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments