বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাবেনাপোলে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিল আটক

বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিল আটক

শহিদুল ইসলাম: যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি USA পিস্তল ০১ টি, ম্যাগাজিন ০২টি, অ্যামিনেশন ০৭ রাউন্ড ও ১৯৭ বোতল ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (০৩ মার্চ) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রাম থেকে এ চালানটি পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) জানায়,
বিএসবি’র এফএস সদস্য নং- ৭৭৫৪৯ ল্যাঃ নাঃ ওবায়েদ উল্যাহের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির টহল কমান্ডার নং- ৬৩১৯১ হাবিঃ আবুল কাশেমপর নেতৃত্বে টহল কর্তৃক মেইন পিলার ১৭/৭ এস ১২২ আর পিলার শূন্য লাইন হইতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়া আলাউদ্দিন এর আমবাগান হতে অভিযান চালিয়ে USA পিস্তল ০১ টি, ম্যাগাজিন ০২টি, অ্যামিনেশন (০৭ রাউন্ড kf 7.65) ও ১৯৭ বোতল মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।

আটককৃত মালামাল আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments