বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজনীতিআ’লীগ প্রার্থীর বিপরীতে অন্য প্রার্থীরা জামানত হারাবে: হানিফ

আ’লীগ প্রার্থীর বিপরীতে অন্য প্রার্থীরা জামানত হারাবে: হানিফ

তাবারক হোসেন আজাদ: আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদরের একাংশ) আসনের সংসদ উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের বিপরীতে যারা নির্বাচন করছেন তারা জামানত হারাবেন বলে আমার বিশ্বাস। জেলার সকল নেতাকর্মী একতাবদ্ধ হয়ে নয়নকে বিজয়ী করার অনুরোধ জানাই। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে সদরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে আওয়ামীলীগে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিন্টু সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি ও যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব হারুনুর রশিদ। এসময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান কামাল, পৌর মেয়র এম.এ তাহের, জেলা আ’লীগের সহ সভাপতি মোঃ শাহজাহান, সাবেক সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন ও সাধারন সম্পাদক মিজানুর রহিম। মাহবুব উল আলম হানিফ আরও বলেন, দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশে আসবেন। তার আসাকে বাধাগ্রস্থ করতে পাকিস্তানের পেতাত্তারা উঠেপড়ে লেগেছে। যদি কোন বৈরি আচরন করা হয় তাহলে কঠোর হস্তে দমন করা হবে। দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদেরকেও প্রতিহত করা হবে। ঐক্যবদ্ধ শক্তিশালী আওয়ামীলীগ চাই তথা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ চাই। দুপুর ৩টায় লক্ষ্মীপুর সরকারী মহিলা কলেজ মাঠে কেন্দ্রীয় নের্তৃবৃন্দের উপস্থিতিতে আগামী ১১এপ্রিল লক্ষ্মীপুর-২ আসনের সংসদ উপনির্বাচনে দলীয় প্রার্থী এডভোকেট নুরউদ্দিন চৌধুরীকে বিজয়ের লক্ষ্যে রায়পুর পৌরসভা সহ ১০টা ইউনিয়ন ও সদরের ৯টি ইউনিয়নের উপজেলা চেয়ারম্যান, মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলের সভাপতি ও সাধারন সম্পাদকদের নিয়ে মতবিনিময় করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments