সোমবার, মার্চ ১৭, ২০২৫
Homeখেলাধুলাকোহলির রেকর্ড গড়া শতকে রেকর্ড সংগ্রহ ভারতের

কোহলির রেকর্ড গড়া শতকে রেকর্ড সংগ্রহ ভারতের

বাংলাদেশ প্রতিবেদক: ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি, এক বিশ্বকাপে সর্বোচ্চ রান, এক আসরের সর্বোচ্চ পঞ্চাশ পাড় হওয়া ইনিংস আর ওয়ানডে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ শতক! বিশ্বকাপের সেমিফাইনালে শতক হাঁকানো দ্বিতীয় ভারতীয়।

বুধবার নিউজিল্যান্ডে বিপক্ষে ‘রেকর্ড প্রসবা’ ওয়াংখেড়েতে যেন রেকর্ডের বৃষ্টি ঝরালেন বিরাট কোহলি। একের পর কীর্তিতে এলোমেলো করে দিলেন পরিসংখ্যান। নাম লেখালেন ইতিহাসের পাতায় পাতায়! এক ইনিংসে এতো রেকর্ড, এর আগে কখনো দেখেছে তো ক্রিকেট বিশ্ব!

কোহলির এমন রেকর্ড গড়া দিনে ভারত রান তুলেছেন প্রতিযোগিতা করে। প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বীতা যেন নিজেদের মাঝেই। কে ছাপিয়ে যেতে পারে কাকে! সুবাদে রানের পাহাড়ে চাপা পড়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ৪ উইকেটে ৩৯৭ রান সংগ্রহ করেছে ভারত। যা বিশ্বকাপ ইতিহাসের নক আউট পর্বের সর্বোচ্চ সংগ্রহ।

ভারত বিশ্বকাপ যেন দু’হাত ভরে দিচ্ছে কোহলিকে। রানের পাহাড় যেন ঠেলে দিচ্ছে। কোহলিরও যেন ক্ষুধা মিটছে না, তুলে নিলেন আসরের তৃতীয় সেঞ্চুরি। যা আবার আসরে তার অষ্টম পঞ্চাশোর্ধ রানের ইনিংস। শুধু তা নয়, বিশ্বকাপের এক আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন কোহলি, ৭১১।

তবে সব ছাপিয়ে তার শতকের অর্ধশতক কীর্তি। এক ম্যাচ আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকিয়ে বসে গিয়েছিলেন শচীন টেন্ডুলকারের পাশে। দু’জনেরই তখন ওয়ানডেতে সমান ৪৯ শতক। পরের ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি, ফেরেন ফিফটি করেই। তবে বুধবার আর ব্যর্থ হননি।

শচীনকে স্বাক্ষী রেখেই শচীনের ওয়াংখেড়েই ছাপিয়ে গেলেন তাকে। ২৯০তম ওয়ানডে ম্যাচে এসে তুলে নিলেন শতকের ফিফটি। তিনিই এখন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ শতকের একমাত্র অধিপতি। ওয়ানডে ক্রিকেটে শতকের অর্ধশতক পূরণ হয় কোহলির রাজসিক ভঙ্গিমায়। ফার্গুনসনের করা বল ঠেলে দিয়ে দৌড়ে দু’বার প্রান্ত বদল করে ১০৬ বলে করেন এই কীর্তি। যা তার সব ধরনের ক্রিকেটে (আন্তর্জাতিক) ৮০তম সেঞ্চুরি। যা শচীনের পর সর্বোচ্চ।

কোহলি যদিও ইনিংসটা আর টানতে পারেননি, সৌরভ গাঙ্গুলির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে সেমিফাইনালে শতক হাঁকিয়ে ফেরেন ৪৪ ওভার শেষে ১১৩ বলে ১১৭ করে। তবে তৃতীয় সেমিফাইনাল শতক পেতে অপেক্ষা করতে হয়নি ভারতবাসীর। কোহলির পর শতক স্পর্শ করেন শ্রেয়াস আইয়ারও।

কোহলি যদিও ইনিংসটা আর টানতে পারেননি, সৌরভ গাঙ্গুলির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে সেমিফাইনালে শতক হাঁকিয়ে ফেরেন ৪৪ ওভার শেষে ১১৩ বলে ১১৭ করে। তবে তৃতীয় সেমিফাইনাল শতক পেতে অপেক্ষা করতে হয়নি ভারতবাসীর। কোহলির পর শতক স্পর্শ করেন শ্রেয়াস আইয়ারও।

তিনিও থামেন অসংখ্য রেকর্ড সঙ্গী করেই। ৭০ বলে ১০৫ করে আউট হন আসরের টানা দ্বিতীয় শতক তুলে। এদিন আইয়ার তিন অঙ্কের ঘরে পৌঁছান মাত্র ৬৭ বলে। যা ভারতীয়দের পক্ষে তৃতীয় দ্রুততম শতক। তবে নক আউট পর্ব বিবেচনায় ক্রিকেট ইতিহাসে যা সবচেয়ে দ্রুততম।

অবশ্য ওয়াংখেড়েতে এদিন ইতিহাস গড়ার শুরুটা করেন অধিনায়ক রোহিত শর্মা। ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলার পথে বনে যান বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ছক্কার মালিক। গেইলের ৪৯ ছক্কা পেছনে ফেলে রোহিতের ছক্কা সংখ্যা এখন ৫১। তাছাড়া এই রেকর্ড গড়ার পথে এক আসরের সর্বোচ্চ ২৮ ছক্কার রেকর্ডও বাগিয়ে নেন রোহিত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments