বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় মহাসড়কে আদায় হচ্ছে বাড়তি ভাড়া

উল্লাপাড়ায় মহাসড়কে আদায় হচ্ছে বাড়তি ভাড়া

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদ পেরিয়ে সাতদিনেও মহাসড়কে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় বন্ধ হয়নি। মহাসড়কে সিএনজি ও লেগুনায় বিভিন্ন গন্তব্যে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ মিলেছে। উল্লাপাড়া থেকে শাহজাদপুর এবং সিরাজগঞ্জ রোড পয়েন্টে সিএনজি ও লেগুনায় চলাচলে ঈদের এক দু’দিন আগে থেকে ঈদ বোনাসের কথা বলে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এসব বাহনের চালকেরা তা আদায় করছে। উল্লাপাড়া- শাহজাদপুর চলাচলে সিএনজিতে যাত্রী প্রতি ১০ থেকে ১৫ টাকা ও লেগুনায় ১০ টাকা করে বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ মিলেছে। আজ রোববারেও সিএনজি ও লেগুনায় বিভিন্ন গন্তব্যের যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে জানা যায়। এ বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের অনেকেরই সাথে সিএনজি ও লেগুনা চালকদের ঝগড়া প্রতিবাদ হচ্ছে বলে জানা যায়। একাধিক লেগুনা চালক জানায়, এইতো ঈদের খুশি শেষ। আর বাড়তি ভাড়া নেওয়া হবে না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments