আবু বক্কর সিদ্দিকঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর-চিলমারী সংযোগে তিস্তাব্রিজে শার্টার ভেঙ্গে হাবিবুর রহমান মোল্লা (৫০) নামে নির্মাণ শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে হাবিবুর রহমান মোল্লার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিনি চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামের মৃত লালু মোল্লার ছেলে। এরআগে তিনি নিত্যদিনের মতই সহকর্মীদের সঙ্গে কাজ করতে হঠাৎ লোহা ও স্টীলের শার্টার ভেঙ্গে আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় প্রাণে বেঁচে যাওয়া অপর ২ শ্রমিক সহকর্মী হাবিবুর রহমানের মৃত্যুতে সংজ্ঞা হারা। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরা রংপুর ও দিনাজপুরের বাসিন্দা হওয়ায় তাৎক্ষণিকভাবে নাম ও পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন। থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।