পীরগাছা প্রতিনিধিঃ রংপুরের পীরগাছায় ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ২০২৩-এ সন্তোষজনক ফলাফল অর্জনের লক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(০২অক্টোবর) দুপুরে উপজেলার তাম্বুলপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের আয়োজওে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ২০২৩-এ সন্তোষজনক ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ হয়। বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটি
সভাপতি আলহাজ্ব আজিজুল ইসলাম।
তাম্বুলপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল। প্রধান অতিথি অভিাভাবকদের উদ্দ্যেশে
বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ তাম্বুলপুর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহকারি শিক্ষক আহসম্মদ হোসেন, সহকারি শিক্ষক ফেরদৌস আলী, অভিভাবক মোনারুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ তাম্বুলপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আহসান হাবীব সুজন প্রমূখ।