জয়নাল আবেদীনঃ তিনদিনের অবরোধের শেষ দিন বৃহস্পতিবার সকালে নগরীর স্টেশন রোডে শান্তিপূর্ণ মিছিল করেছে রংপুর মহানগর ছাত্রদল।
মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খান সুজন ও সদস্য সচিব রবিউল ইসলাম রবি’র নেতৃত্বে মহানগর ও ওয়ার্ড নেতারা মিছিলে অংশ গ্রহন করে। অবরোধের তৃতীয়দিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দুর পাল্লার ভারী যান বাহন বাস-ট্রক চলাচল বন্ধ ছিল। তবে হালকা যান বাহনের চলাচল ছিলো চোখে পরার মতো।
এদিকে জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।এ সময় জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ ও সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহানগর শাখার সহকারী সেক্রেটারী আনোয়ারুল হক কাজল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি মাহমুদ হাসান প্রমুখ।
এসময় বক্তাগন জামায়াত নেতৃবৃন্দ সহ রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব এবং বিরোধী দলীয় সকল নেতা- কর্মীদের মুক্তির দাবী জানান। সেই সাথে অবরোধ কর্মসুচী সফল করার জন্য জনগনের প্রতি আহবান জানান।