শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeরাজনীতিতত্ত্বাবধায়ক সরকার নয়, কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন চাই: ইসলামী ফ্রন্ট

তত্ত্বাবধায়ক সরকার নয়, কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন চাই: ইসলামী ফ্রন্ট

বাংলাদেশ প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকার নয় বরং কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দাবিতে আগামী ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আজ বুধবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স উ ম আবদুস সামাদ বলেন, ‘বর্তমান জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দুটি মত পরিলক্ষিত হচ্ছে। একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন, অন্যটি তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন।

আমরা এ দুটি ধারারই বিপক্ষে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনে করে, সাংবিধানিক ধারা সংশোধন করে কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে অংশগ্রহণমূলক অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব। ’
স উ ম আবদুস সামাদ বলেন, ‘দেশের সম্পদ দেশে ফিরিয়ে আনা, অর্থ পাচারকারী, দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে মাদক-সন্ত্রাস-দুর্নীতি ও জঙ্গিবাদমুক্ত স্বদেশ গড়তে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। ’

সংবাদ সম্মেলনে আরো ছিলেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মসিহুদ্দৌলা, এম সোলায়মান ফরিদ, সৈয়দ মোজাফফর আহমদ মোজাদ্দেদী, সাংগঠনিক সচিব অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, কাজী মুহাম্মদ জসিম উদ্দীন সিদ্দীক আশরাফী প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments